যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ইতিমধ্যেই বিশ্বের প্রায় ৩০ টির অধিক দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সর্বশেষ মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গতকাল (৫-জানুয়ারি) শনাক্ত হয় এই ভাইরাস। করোনার নতুন এই স্ট্রেন মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ওমানে করোনার জিনগত নতুন প্রজাতির ভাইরাস দ্বারা আক্রান্ত ব্যক্তিকে সঠিক চিকিৎসা সেবা প্রদানে যথেষ্ট সর্তক রয়েছে দেশটির স্বাস্থ্য-বিভাগ। আক্রান্ত ব্যক্তিকে বিশেষ কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
নতুন প্রজাতির এই করোনা ভাইরাসে প্রথম রোগী আক্রান্ত হলো ওমানে। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি যুক্তরাজ্য থেকে ওমানে এসেছিলেন এবং কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার শ্বাসকষ্টের লক্ষণ দেখা গিয়েছিলো বলে জানিয়েছে দেশটির সরকারী যোগাযোগ কেন্দ্র (জিসি)।
আরো পড়ুনঃ প্রবাসীদের হতাশ না হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
জিসি’র বিবৃতিতে বলা হয়েছে যে, ওমানে আসার আগে আক্রান্ত ব্যক্তি করোনা পরীক্ষা করিয়েছিলেন। যেখানে তার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছিলো। তবে ওমানে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার করোনার উপসর্গগুলো দেখা দেয়।
যুক্তরাজ্যের নতুন এই করোনাভাইরাসে অল্প বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নজরদারি ও সংক্রামক নিয়ন্ত্রণের মহাপরিচালক ডঃ সাইফ বিন সেলিম আল আব্রি।
জিনগত পরিবর্তন হওয়া করোনার নতুন প্রজাতিটিতে ২০ বছরের কম বয়সী ব্যক্তিরা বেশি আক্রান্ত হচ্ছেন বলেন জানান তিনি। ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে ডঃ সাইফ বলেন, ‘‘করোনার নতুন প্রজাতিটি আগের তুলনায় অনেক শক্তিশালী ও এটি খুব দ্রুত মানুষের মাঝে ছড়াচ্ছে।
তাই আমাদের এখন থেকেই সঠিক প্রস্তুত নিয়ে রাখতে হবে। আমাদের দেশের হসপিটালে ভর্তি বা নিবিড় পরিচর্যা-কেন্দ্র ও স্বাস্থ্য সংস্থাগুলির উপর চাপ কমাতে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”
আল আব্রি আরও বলেন, “এই জিনের পরিবর্তনকারী নতুন করোনা ভাইরাসে ২০ বছরের কম নাগরিকরা বেশি আক্রান্ত হচ্ছে। দেশটিতে প্রায় ৭০ শতাংশ প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে তাই আমাদের আগের তুলনায় অনেক সর্তক থাকতে হবে।
আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন
এছাড়াও দেশটিতে স্বাস্থ্য ব্যবস্থায় কঠোর নজরদারি ও জনস্বাস্থ্য জরুরী পরিস্থিতি মোকাবিলায় সকল প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। একইসাথে সীমান্ত প্রবেশে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে।” এছাড়াও এই ভাইরাস মোকাবেলায় দেশের সকল নাগরিক ও বাসিন্দাদের সুপ্রিম কমিটির সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post