করোনাভাইরাস নিয়ে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। ভাইরাসটির সংক্রমণ শুরুর প্রায় এক বছর পর টিকার (ভ্যাকসিন) দেখা মিলেছে। তবে করোনার টিকা এখনো গণহারে বাজারে আসেনি। এর মধ্যে যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ আতঙ্ক ছড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক খবরে জানিয়েছে, করোনাভাইরাসের নতুন রূপ ইতিমধ্যে ৩০টিরও বেশি দেশে ছড়িয়েছে। উৎপত্তিস্থল চীনেও পাওয়া গেছে নতুন ধরনের করোনাভাইরাস। করোনার নতুন ধরন সর্বশেষ শনাক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে।
গতকাল মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনার নতুন এই স্ট্রেইনের এক রোগী শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ওমানে এটিই প্রথম করোনার নতুন স্ট্রেইনের রোগী। যুক্তরাষ্ট্র থেকে ওমান আসা এক প্রবাসীর থেকে শনাক্ত করা হয় নতুন এই ভাইরাস। বর্তমানে তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের তথ্য মতে, ওমান ছাড়াও ৩৫ দেশে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চিলি, চীন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইল্যান্ড, আইসল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, জাপান, জর্ডান, লেবানন, মালটা, নেদারল্যান্ডস, নরওয়ে, পাকিস্তান, পর্তুগাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও তাইওয়ান।
সম্প্রতি যুক্তরাজ্য থেকে ওমান ফেরা এক প্রবাসীর দেহে নতুন ধরনের ভাইরাসটি শনাক্ত করেছে ওমানের স্বাস্থ্য কর্তৃপক্ষ। বর্তমানে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনার এই নতুন ধরন প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে। গত অক্টোবর থেকে দেশটিতে করোনার নতুন ধরনের সংক্রমণ ছড়াচ্ছে। ধরনটি শনাক্তের পর গত ১৪ ডিসেম্বর এ-সংক্রান্ত তথ্য জানায় যুক্তরাজ্য।
আরো পড়ুনঃ ওমানে ফের ঊর্ধ্বমুখী করোনা
পরে যুক্তরাজ্যের বাইরে বিশ্বের আরও অনেক দেশে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়। যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার জেরে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। করোনা মোকাবিলা ও হাসপাতালগুলোতে চাপ কমাতে মঙ্গলবার (৫ জানুয়ারি) থেকেই লকডাউন ঘোষণা করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন।
যুক্তরাষ্ট্রের পরপরই অবস্থান করছে ভারত ও ব্রাজিল। পাশাপাশি ইউরোপের করোনা পরিস্থিতিরও তেমন কোনো উন্নতি নেই। রাশিয়া ও ফ্রান্স, স্পেনের পাশাপাশি গোটা বিশ্বেই আশঙ্কাজনকহারে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই চলমান মহামারি করোনা সংক্রমণ দ্বিগুণ হারে বেড়ে যাওয়ায় আবারো ২৫ দিনের লকডাউন ঘোষণা করেছে লেবানিজ সরকার।
আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন
করোনার নতুন ধরন আগের ধরনের তুলনায় দ্রুত ও বেশি ছড়ায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, করোনার আগের ধরনের তুলনায় নতুন ধরনের ছড়ানোর ক্ষমতা ৭০ শতাংশ বেশি। তবে করোনার নতুন ধরন অধিক প্রাণঘাতী কি না, তার কোনো প্রমাণ এখন পর্যন্ত বিজ্ঞানীদের হাতে নেই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post