করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এখন থেকে সংযুক্ত আরব আমিরাত প্রবেশে কোয়ারেন্টাইনের নিময় মানার প্রয়োজন নেই ওমানি নাগরিকদের। ভ্রমণের জন্য বিশ্বের বিভিন্ন দেশকে নিয়ে একটি গ্রিন তালিকা তৈরি করেছে আমিরাত।
এই দেশগুলোর নাগরিকদের আমিরাত প্রবেশের পর কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলার প্রয়োজন নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে আমিরাত সরকার।
ওমান ছাড়াও কোয়ারেন্টাইনের নিয়ম ব্যতীত আরব আমিরাত ভ্রমণের অনুমতি পাওয়া দেশগুলোরমধ্যে রয়েছে কুয়েত, সৌদিআরব, ব্রুনাই, চীন, হংকং, ম্যাকাও, মরিশাস, মঙ্গোলিয়া।
আরো পড়ুনঃ নিয়ন্ত্রণের বাইরে করোনা, দেশে দেশে ফের লকডাউন
সেন্ট কিটস, নেভিস, নিউ ক্যালেডোনিয়া, নিউজিল্যান্ড, সাও টোম অ্যান্ড প্রিন্সিপেট, তাইপে ও থাইল্যান্ড। বিশ্বব্যাপী করোনা নিয়ন্ত্রণে উন্নতি করেছে সেই দেশগুলোকে নিয়েই এই তালিকা তৈরি করেছে আমিরাত সরকার। প্রয়োজনে এই তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলোর নাম পরিবর্তন হতে পারে পারে বলে জানিয়েছে আমিরাত সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post