মৃত্যুশয্যায় স্বামী। এমন সময় স্বামীকে ছেড়ে স্ত্রীর চলে যাওয়ার মতো ঘটনা ঘটেছে অনেক। তবে সব স্ত্রী যে ছেড়ে যায়, এমনটিও নয়। নিজের জীবন দিয়ে স্বামীকে বাঁচিয়েছেন স্ত্রী, ঘটেছে এমন ঘটনাও। ঠিক তেমনই এবার স্বামীর প্রতি ভালোবাসার বিরল দৃষ্টান্ত দেখিয়েছেন চট্টগ্রামের এক নারী। নিজের লিভারের অংশ দিয়ে তিনি বাঁচিয়েছেন স্বামীর জীবন।
ঐ নারীর নাম শাকিলা আলম ববি। তিনি রাউজান উপজেলার বড়ঠাকুর পাড়া এলাকার আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ নাছেরের স্ত্রী।
জানা যায়, দীর্ঘসময় আরব আমিরাতে ব্যবসা করে আসছেন নাছের। ২০১৮ সালে তার লিভারে টিউমার ধরা পড়ে। এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে ২০২১ সালে দুবাইয়ের আল জেরা হাসপাতালে এবং ২০২২ সালে ভারতের চেন্নাইয়ের রেলা হাসপাতালে তৃতীয়বারের মতো অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে আবারো টিউমারটি দেখা দিলে চিকিৎসকের পরামর্শে থেরাপি দেন। এতেও সুস্থ না হওয়ায় লিভার ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দেন চিকিৎসক। তবে লিভারের অংশ হতে হবে নিকটজনের।
এদিকে, নিজের জীবন দিয়ে হলেও স্বামীর মৃত্যু ঠেকাতে প্রস্তুত স্ত্রী শাকিলা আলম ববি। নিজের লিভার দিয়ে স্বামীকে বাঁচাতে চান বলে জানান চিকিৎসকদের। আদালতে হাজির হয়ে এই মর্মে ঘোষণাও দেন তিনি। পরে তার লিভারের অর্ধেকেরও বেশি অংশ দিয়ে বাঁচান স্বামীর জীবন। কয়েকদিন আগে চেন্নাইয়ের রেলা হাসপাতালে দুজনের সফল অস্ত্রোপচার হয়।
জানা যায়, ২০০২ সালে বিয়ে হয় নাছের ও ববির। তাদের সংসারে তিনটি ছেলে সন্তান রয়েছে। স্বামীকে লিভার দানের পর সুস্থ হয়ে উঠেছেন ববি। কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নন নাছের। বর্তমানে চেন্নাইয়ের হাসপাতালে রয়েছেন তারা। দুজনই ভালো আছেন বলে জানান স্বজনরা।
স্ত্রী শাকিলা আলম ববি বলেন, লিভার প্রতিস্থাপনের কথা শুনে প্রথমে ভয় পেয়েছিলাম। পরে মনে হলো- এটা না হলে আমি স্বামীহারা ও সন্তানরা পিতৃহীন হয়ে বড় হবে। এটি মেনে নিতে পারব না। তখন সিদ্ধান্ত নিলাম- নিজের লিভার দিয়ে হলেও স্বামীর জীবন বাঁচাব। বাঁচলে একসঙ্গে বাঁচব, মরলেও একসঙ্গে মরব।
স্বামী মোহাম্মদ নাছের বলেন, স্ত্রীকে নিষেধ করেছিলাম, কিন্তু শোনেনি। তবে নতুন জীবন পাওয়ার আনন্দটুকু বলে বুঝাতে পারব না। সবার দোয়া কামনা করছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন, স্বামীকে নিজের লিভার স্থাপনের ঘটনা দেশে বিরল। তবে স্বামীর প্রতি স্ত্রীর এমন ভালোবাসা নজির স্থাপন করেছে। আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post