অবৈধ প্রবাসীদের জন্য নতুন বছরে দারুণ সুখবর দিলো ওমান সরকার। দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যাওয়ার সময়সীমা আরো ৩ মাস বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নতুন সময়সীমা ঘোষণা করেছে ওমান সরকার।
আজ দেশটির শ্রম মন্ত্রণালয়ের মহাপরিচালক সালেম বিন সাঈদ আল বাদি বলেন, গত ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমায় ৫৭ হাজার ৮৪৭ জন আবেদন করেছেন এবং এদের মধ্যে ১২ হাজার ৩৭৮ জন ইতিমধ্যেই ওমান ছেড়ে নিজ দেশে ফেরত গেছেন।
আজ (মঙ্গলবার) ওমান নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “সাধারণ ক্ষমার মেয়াদ আরো ৩ মাস বাড়ানো হয়েছে, স্থায়ীভাবে ওমান থেকে চলে যেতে ইচ্ছুক ব্যক্তিদের এই সময়ের মধ্যে ওমান ত্যাগ করতে অনুরোধ জানানো হয়েছে।”
ওমানের জাতীয় পরিসংখ্যানের দেওয়া সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে দেশটিতে বর্তমানে প্রবাসীদের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশীরা। সেইসাথে ওমান সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরত আসার তালিকায় ও শীর্ষে রয়েছে বাংলাদেশী প্রবাসীরা।
গোপন সূত্রে জানাগেছে, চলতি বছর আউটপাশ নিয়ে দেশে ফিরবেন প্রায় ৬০ হাজার ওমান প্রবাসী। এদিকে যেসকল প্রবাসী অবৈধভাবে ওমান প্রবেশ করেছিলেন, তাদের জন্যেও একটা সুখবর আসতে পারে বলে প্রবাস টাইমকে জানিয়েছে ওমান সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
আরো পড়ুনঃ নিয়ন্ত্রণের বাইরে করোনা, দেশে দেশে ফের লকডাউন
ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানাগেছে, যে সকল প্রবাসী ওমান থেকে দেশে ফেরার উদ্দেশ্যে দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন, ওমান ত্যাগের আগ পর্যন্ত উক্ত ট্রাভেল পারমিট যত্ন সহকারে রাখতে বলা হয়েছে। সেইসাথে যাদের ট্রাভেল পারমিটের মেয়াদ ৯০ দিন অতিক্রম করেছে, তাদের ট্রাভেল পারমিটের মেয়াদ নবায়ন করতে পুনরায় দূতাবাসে যেতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post