মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পাসপোর্ট বিতরণসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য গণশুনানি করেছে। শনিবার (১৫ জুন) কুয়ালালামপুরের ৩০ জালান আম্পাং পাসপোর্ট সেবা কেন্দ্রে এ পাসপোর্ট বিতরণ ও গণশুনানি হয়।
গত ২৯ মে বাংলাদেশ হাইকমিশন ঘোষিত নোটিশের পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাপনায় হাতে হাতে পাসপোর্ট ডেলিভারির জন্য এ সেবা দেওয়া হয়।
পাসপোর্ট ডেলিভারি সেবা উপলক্ষ্যে উপস্থিত ছিলেন কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও পাসপোর্ট উইংয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সেবাপ্রার্থী।
এদিকে রোববারও (১৬ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পূর্বনির্ধারিত সেবা প্রার্থীদের মধ্যে পাসপোর্ট বিতরণসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য গণশুনানি অনুষ্ঠিত হবে।
কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন বলেন, হাইকমিশনার স্যারের নির্দেশে প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে দূতাবাস সরাসরি পাসপোর্ট ডেলিভারি ও গণশুনানিসহ নানা উদ্যোগ নিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post