পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৩ হাজার কারাবন্দীকে মুক্তি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ও বিভিন্ন রাজ্যের শাসক এসব বন্দীকে মুক্তি দেয়ার নির্দেশ দেন।
এদিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক হাজার ১৩৮ জন কারাবন্দীকে মুক্তি দেয়ার নির্দেশ দেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার এসব বন্দিকে মুক্তি দেয়ার নির্দেশের পাশাপাশি তাদের জরিমানার অর্থ পরিশোধ করার ঘোষণা দেন তিনি।
এছাড়া দেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের এমন ঘোষণার পর বিভিন্ন কারাগারে বন্দী আরও ৬৮৬ জনকে মুক্তি দেয়ার নির্দেশ দেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
তিনি আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত রয়েছেন। দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল ইসাম ইসা আল হুমাইদান বলেছেন, মুক্তির আদেশ বাস্তবায়নে দুবাই পুলিশ জেনারেল কমান্ডের সঙ্গে কাজ শুরু করে দিয়েছে।
এদিকে শারজার কারাগার থেকে ৩৫২ বন্দীকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন শাসক শেখ সুলতান বিন মুহাম্মদ আল-কাসিমি। এছাড়া ফুজাইরার গভর্নরও ৯৪ জন বন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন।
আমিরাতে বিভিন্ন ইসলামিক ধর্মীয় উৎসবের আগমুহূর্তে দেশের কারাগারে বন্দী কয়েদিদের মুক্তি দেয়ার প্রথা রয়েছে। এসব অনুষ্ঠান এলেই নির্দিষ্ট সংখ্যক কয়েদির সাধারণ ক্ষমা ঘোষণা করেন আমিরাতের প্রেসিডেন্ট ও রাজ্যের শাসকরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post