নতুন বছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি জানুয়ারির প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৯১ কোটি ৫৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৩০ কোটি টাকা।
সেই হিসাবে দৈনিক পৌঁছেছে ৭ কোটি ৬৩ লাখ ডলার। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২০০ কোটি ছাড়িয়ে যাবে। রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আলোচ্য ১২ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ১৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ১৭ লাখ ডলার এসেছে। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৮২ কোটি ৫৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে পৌঁছেছে ৩৩ লাখ ৪৪ হাজার ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বেশি প্রণোদনা পাওয়ায় বৈধ পথে তথা ব্যাংকিং চ্যানেলে আগের চেয়ে অধিক রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। ফলে প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এভাবে ধারাবাহিকভাবে এলে আলোচিত জানুয়ারি শেষে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
বিদায়ী ডিসেম্বরের রেমিট্যান্স এসেছে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার। ওই মাসে দিনে পৌঁছেছে ৬ কোটি ৪১ লাখ ডলার। সেই হিসাবে ২০২৪ সালের প্রথম দিকে প্রবাসী আয় ঊর্ধ্বমুখী হয়েছে।
এদিকে অর্থনীতি বিশেষজ্ঞরা বলেন, ২০২০ সালে হুন্ডি বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল। বিদায়ী ২০২২-২০২৩ অর্থবছরে এই মাধ্যমে ২ হাজার ১৬১ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আর করোনাকালীন ২০২০-২০২১ অর্থবছরে রেকর্ড ২ হাজার ৪৭৭ কোটি ডলারের পৌঁছেছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post