ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে রোববার (১৬ জুন)। ইতালিতে এবার রেকর্ড সংখ্যক প্রবাসী বাংলাদেশি পশু কোরবানি দিতে যাচ্ছেন। যদিও খামারগুলোতে দেখা দিয়েছে পশু সংকট।
ইতালিতে ছুটির দিনে ঈদ হওয়াতে ঈদুল আজহা উদযাপনে প্রবাসীদের মধ্যে ভিন্ন আমেজ তৈরি হয়েছে। এবার বাংলাদেশিসহ ২৭ লাখ ধর্মপ্রাণ মুসলমান দেশটিতে ঈদ উদযাপন করবে।
এরইমধ্যে শুরু হয়ে গেছে পশু বেচাকেনা। খামারগুলোতে গিয়ে নিজেদের পছন্দমতো গরু-ছাগল-ভেড়া কিনছেন অনেকেই। রোমের ব্যবসায়ীরা জানিয়েছেন, এবছর রেকর্ডসংখ্যক বাংলাদেশি পশু কোরবানি দিতে যাচ্ছেন।
এদিকে, কোরবানির ঈদ হলেও অন্যান্য বছরের মতো ইতালিতে তৈরি পোশাকের দোকানে প্রবাসীদের ভিড় বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বেচাকেনা কয়েকদিনে আরও বেড়েছে।
ইতালিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির জন্য গড়ে উঠেছে তৈরি পোশাকের দোকান। শুধু তাই নয়, চাহিদা বাড়ায় ঈদকে সামনে রেখে নতুন নতুন শোরুমও খোলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post