প্রচণ্ড গরমে পুড়ছে মধ্যপ্রাচ্য। তাই বাইরে কাজ করা প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে আগামী তিন মাসের বিশেষ নির্দেশনা দিয়েছে ওমান, কুয়েত, সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।
এসব দেশে কড়া রোদে উন্মুক্ত স্থানে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভাঙলে সাজা ও জরিমানার বিধান রয়েছে। ওমানে জুন থেকে আগামী আগস্ট পর্যন্ত দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত কড়া রোদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবেনা।
মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি নামের এই নির্দেশ ভাঙলে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানকে কমপক্ষে ৫০০ রিয়াল জরিমানা করা হবে।
বিষয়টি নিয়ে সবশেষ নির্দেশনা দিয়েছে সৌদি আরব। আগামী ১৫ জুন থেকে এ নির্দেশনা কার্যকর হবে। যা শেষ হবে ১৫ সেপ্টেম্বর।
সৌদি আরবের হিউম্যান রিসোর্স এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় জানিয়েছে, যে সকল শ্রমিক বাইরে কাজ করেন তারা দুপুর থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখবে।
যদি কোনো প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মন্ত্রণালয়ের প্রকাশিত নম্বরে কল করতে নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে, কুয়েতও সিদ্ধান্ত জানায়, পরবর্তী তিন মাস দুপুর ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কাজ করা নিষিদ্ধ। স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে বিষয়টি নজরদারি করবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post