করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত ও সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত সপ্তাহে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পর আজথেকে পুনরায় সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত।
শনিবার (২ জানুয়ারি) থেকে সবধরনের উড়োজাহাজ দেশটিতে প্রবেশ করতে পারবে। সেই সঙ্গে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সীমান্ত ও সমুদ্রবন্দর পুনরায় চালুর কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আরো পড়ুনঃ বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি
গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এক বৈঠকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সীমানা পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহন করে কুয়েত সরকার। দেশটির নিউজ এজেন্সি থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি অনুযায়ী পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post