মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করছে ইরান। দেশটির বন্দরনগরী চাবাহারে এই মহাকাশ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার (৬ জুন) ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ঈসা জারিপুর সিস্তান ও বেলুচিস্তান সফরকালে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এরই মধ্যে কেন্দ্রটির ৫৬ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রটির সম্পূর্ণভাবে চালু হবে।
এটি শুরু হলে তেহরান এই কেন্দ্র থেকে মহাকাশযান উৎক্ষেপণ করতে পারে বলেও জানান এই মন্ত্রী। স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের সাথে একযোগে কাজ করবে। ফলে দেশটির অর্থনীতিতেও ভালো অবদান রাখবে বলে আশা করছে বিশ্লেষকরা।
চাবাহার স্পেস সেন্টারটি মূলত বেসামরিক মহাকাশ গবেষণা কাজের জন্য নির্মাণ করা হচ্ছে। এখান থেকে বিভিন্ন ধরনের মহাকাশযান উৎক্ষেপণ, স্যাটেলাইট তথা উপগ্রহ উৎক্ষেপণসহ যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করা হবে।
এর বাইরে যেহেতু এই কেন্দ্র থেকে ভূপর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠানো এবং তা নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে, তাই এটাকে নিরক্ষীয় রেখার খুব কাছে স্থাপন করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post