মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গত কয়েকদিন যাবত আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমলেও আজ দেশটিতে হঠাত বেড়েছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। বৃহস্পতিবার (৩১-ডিসেম্বর) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১৪৮ জন। যা গতকালের তুলনায় ৬২ জন বেশি। সেইসাথে গতকাল কোনো মৃতের সংখ্যা না থাকলেও আজ ২ জনের মৃতের কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৮৬৭ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৮৯০ জন। যা মোট আক্রান্তের ৯৪.৬ শতাংশ রোগী এখন সুস্থ। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৪৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ রোগীর সংখ্যা ২৭৬ জন এবং দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১১ জন।
আরো পড়ুনঃ চরম টিকিট সংকটে ওমান প্রবাসীরা
এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৮৪ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৩৪ জন। চলতি সপ্তাহে দেশটিতে ৩৩৬৩ জন মানুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওমানে এখন পর্যন্ত ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ করা যায়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। ফাইজার বায়োনটেকের তৈরি ভ্যাকসিন গ্রহন করে সবাই নিরাপদ আছেন এবং ভালো আছেন বলেও জানিয়েছেন দেশটিতে ভ্যাকসিন গ্রহনকারীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post