আগামীকাল শুক্রবার (১-জানুয়ারি) থেকেই ওমানে বাতিল হচ্ছে এনওসি প্রথা। এই পদ্ধতি বাতিল হলে শ্রমিকরা তাদের বিদ্যমান কর্মক্ষেত্রের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তারা অন্যকোনো প্রতিষ্ঠানে এনওসি ছাড়াই কাজ করার সুযোগ পাবেন।
চলতি বছর জুন মাসে ওমান সরকার এনওসি পদ্ধতি সরিয়ে দেওয়ার ঘোষণা দিলেও তা কার্যকর হবে আগামী পহেলা জানুয়ারি থেকে। তবে পলাতক শ্রমিকদের তাদের কর্মস্থল পরিবর্তন করার অনুমতি নেই বলে জানিয়েছে ওমান সরকার।
বুধবার (৩০-ডিসেম্বর) দেশটির জাতীয় গণমাধ্যম টাইমস অফ ওমান এক প্রতিবেদনে দেশটির সরকারি যোগাযোগ কেন্দ্রের নথি অনুসারে জানিয়েছে, এনওসি পদ্ধতি বাতিল হলেও কোনো প্রবাসী তাদের পুরানো সংস্থার কোনো গোপনীয় তথ্য তাদের নতুন নিয়োগকারীদের কাছে প্রকাশ করতে পারবে না। এটি প্রকাশ-বিহীন চুক্তি (এনডিএ) এবং একটি অ-প্রতিযোগিতামূলক চুক্তি স্বাক্ষরের মাধ্যমেও করা যেতে পারে”।
পলাতক শ্রমিকদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যদি কোনো শ্রমিকের পালানোর বিষয়টি প্রমাণিত হয়, তবে তাকে সরকারীভাবে পলাতক হিসাবে নিবন্ধিত করা হবে এবং তাকে ওমান থেকে স্থায়ীভাবে বের করে দেওয়া হবে। দেশটিতে এনওসি পদ্ধতি বাতিল হয়ে গেলে তাদের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে ওমানি কর্মীদের অগ্রাধিকার বাড়িয়ে দিবে বলেও উল্লেখ করেছে টাইমস অব ওমান।
আরো পড়ুনঃ করোনা নিয়ন্ত্রণে আরো কড়াকড়ি আরোপ করলো ওমান
একই সাথে প্রবাসীদের জন্য কাজের ভিসা দেশটির এমন খাতগুলিতে জারি করা হবে, যেখানে ওমানী নাগরিকদের প্রয়োজন নেই। এই এনওসি প্রথা বাতিল হলে প্রবাসী শ্রমিকদের চেয়ে ওমানিকরনের বিষয়টি বেশি জোর দেওয়া হয়েছে। এতে প্রবাসীদের চেয়ে ওমানিরাই বেশি লাভবান হবেন। বিদেশী শ্রমিক নিয়োগকারী সংস্থাগুলি যেভাবে কাজ করে তাদের এনওসি’র সিদ্ধান্তটি বেশি প্রভাবিত করবে না বলেও উল্লেখ করেন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post