ওমানের প্রায় সকল প্রদেশে শুরু হয়েছে জাতীয় টিকাদান কর্মসূচী। এই কর্মসূচির অংশ হিসেবে দেশ জুড়ে করোনা ভ্যাকসিন টিকা প্রদান করা হবে বলে জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটির আল-বুরাইমি, আল দাখিলিয়াহ, উত্তর ও দক্ষিণ শারকিয়াহ, আল ওস্তা এবং ধোফারসহ ওমানের বেশ কয়েকটি প্রদেশে এই ভ্যাকসিন বিতরণ শুরু হয়েছে। ভ্যাকসিনগুলি প্রাথমিকভাবে করোনা রোগীদের চিকিৎসা করা স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যাক্তি, দীর্ঘদিন অসুস্থতায় আক্রান্তদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
করোনা ভ্যাকসিনের টিকা দান কর্মসূচি পরিচালনার জন্য দেশটির আল দাহিরায় চারটি কেন্দ্র নির্ধারণ করেছে স্বাস্থ্যবিভাগ। সেগুলো হলো: ইবরি হাসপাতাল, ইবরি স্বাস্থ্য কমপ্লেক্স, ধাংক স্বাস্থ্যকেন্দ্র এবং ইয়ানকুল স্বাস্থ্যকেন্দ্র।
এদিকে আজ ধোফার পৌরসভার চেয়ারম্যান ডাঃ আহমেদ বিন মোহসেন আল ঘাসানি ও স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক ডাঃ খালেদ বিন মুহাম্মদ আল মাশাকি এবং ডাঃ হাসান এর উপস্থিতিতে সালালাহ সুলতান কাবুস হাসপাতালে প্রথম করোনা ভ্যাকসিনের টিকা দান শুরু করে স্বাস্থ্য বিভাগ।
আল ধাহিরার মতো আল ওস্তাতেও টিকা দান কর্মসূচি পরিচালনার জন্য চারটি স্বাস্থ্যকেন্দ্র নির্ধারণ করেছে স্বাস্থ্যবিভাগ। সেগুলো হলো: হাইমা হাসপাতাল, দুকুম হাসপাতাল, আল জাজির হাসপাতাল এবং মাহুত স্বাস্থ্যকেন্দ্র। একইভাবে উত্তর শারকিয়ায় সাতটি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো: ইব্রাহ, সিনাও, সামাদ আশ শান, বিদিয়াহ, ওয়াদি ডিমা, আল ইয়ায়িন এবং ওয়াদি বনি খালিদ।
আরো পড়ুনঃ করোনা নিয়ন্ত্রণে আরো কড়াকড়ি আরোপ করলো ওমান
দক্ষিণ শারকিয়াহ প্রদেশে যারা টিকা দিবেন তাদের সুর, জালান বানী বু আলী, জালান বনি বু হাসান এবং মাসিরাহ হাসপাতালে যেতে হবে। এছাড়াও আল কামিলের স্বাস্থ্যকেন্দ্র, সুরের ডায়াবেটিস ক্লিনিক এবং জালানের ডায়ালাইসিস সেন্টার থেকেও টিকা নিতে পারবেন নাগরিকরা।
আল দাখিলিয়াতে ভ্যাকসিন দেওয়ার জন্য নাগরিকদের নিজওয়া, বাহলা, সামাইল, ইজকি, আদম, জাবাল আখদার ও আল হামরা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। বুড়াইমী ও মাহদা স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাকসিন নিতে পারবে বুড়াইমী প্রদেশের নাগরিকরা।
এদিকে, ওমানের প্রথম সারির স্বাস্থ্যকর্মী, দীর্ঘদিন রোগে আক্রান্ত ব্যাক্তি, বয়স্কদের সরকারের নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গিয়ে করোনা ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রনালয়।
আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন
এমওএইচ জানিয়েছে, “প্রথম পর্যায়ে করোনা ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে সকল নাগরিকদের সর্তক করতে চায় স্বাস্থ্যবিভাগ। কারণ দেশের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যাক্তিদের দ্রুত করোনা ভ্যাকসিন গ্রহণ করা উচিত।
মন্ত্রণালয় প্রথম পর্যায়ে টিকা গ্রহণকারী নাগরিক ও প্রবাসীদের এই টিকা গ্রহণের আরো সর্তক থাকতে অনুরোধ জানিয়েছে। সেইসাথে এই টিকা গ্রহনের তারিখ থেকে পরবর্তী ডোজ ভ্যাকসিন নিতে কোনো কারণে যেনো তারিখ ভুলে না যায় সেই দিকে নজর রাখাতে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post