নতুন বছরে (২০২১) আমিরাত ভ্রমণকারী পর্যটকদের জন্য দারুণ সুখবর দিয়েছে দেশটির সরকার। করোনা মহামারীর মধ্যে যেসব পর্যটক ভ্রমণ ভিসায় আমিরাত এসেছেন, আগামী নতুন বছরে তারা সম্পূর্ণ বিনামূল্যে ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন।
তাদের ভিসা নবায়নে কোনো ধরনের সরকারী ফি নেওয়া হবেনা বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের রুলার শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আল নাহিয়ান। খবর খালিজ টাইমস
আরো পড়ুনঃ বিনা শুল্কে প্রবাসীরা যা আনতে পারবেন
এতে উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে অনেক দেশের বিমানবন্দর অস্থায়ী বন্ধের কারণে সরকারী ফি ছাড়াই পর্যটকদের ভিসার সময় বাড়ানোর এই নির্দেশ জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী।
নতুন এই সিদ্ধান্তে আমিরাতের পর্যটক এবং তাদের পরিবারকে নতুন বছরের ছুটি কাটাতে সহায়তা করবে বলে মনে করছেন সবাই। এদিকে আমিরাতে অবস্থানকালে সমস্ত দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারী সংস্থাগুলি কাজ করবে বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post