নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের শিফোল বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৯ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার বিকেলে কেএল ১২৪১ মডেলের বিমানটি ডেনমার্কের বিলান্ডের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বিমানে থাকা যেসব যাত্রী এবং কর্মী ঘটনাটি নিজ চোখে দেখেছেন, তারা তাদের সঙ্গে কথা বলছেন এবং ঘটনা খতিয়ে দেখছেন। নেদারল্যান্ডসের সামরিক পুলিশও এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
এদিকে, রয়েল নেদারল্যান্ডস মেরেচৌসি বাহিনী এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, এ ঘটনার পর ওই বিমান থেকে সব যাত্রী এবং কর্মীকে নামিয়ে নেয়া হয়।
একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মৃত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা এখনো জানা যায়নি।
একাধিক ডাচ মিডিয়ার খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি বিমানবন্দরের একজন কর্মী হতে পারেন। তিনি উড্ডয়নের আগে বিমানটিকে ধাক্কা দেয়ার কাজ করে থাকতে পারেন।
শিফোল বিমানবন্দর এক বিবৃতিতে জানায়, ‘মৃতের স্বজনদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এছাড়াও যেসব কর্মী ও যাত্রী এ ঘটনা দেখেছেন, আমরা তাদেরও খেয়াল রাখছি।’
এদিকে,দেশটির ইনফ্রাস্ট্রাকচারমন্ত্রী মার্ক হারবার এক্স পোস্টে লেখেন, ‘শিফোলে আজ ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post