আর মাত্র ৩ দিন পরই ওমানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে সকল ধরনের প্লাস্টিকের শপিং ব্যাগ ব্যবহার। দেশটির পরিবেশ কর্তৃপক্ষ (ইএ) জানিয়েছে, পরিবেশ বান্ধব ব্যাগগুলি যেমন, কাপড়, কাগজ এবং অন্যান্য জৈব পদার্থ দিয়ে তৈরি ব্যাগগুলো বাণিজ্যিক দোকানে ব্যবহার বাড়াতে হবে।
কারণ প্লাস্টিকের ব্যাগগুলিতে উচ্চমাত্রার সীসা থাকে। যা সূর্যের নীচে ফেলে দিলে এর থেকে মানব-স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক গ্যাস নির্গত হয়। এই গ্যাস মানুষ ও পশুপাখির জন্য খুবই ক্ষতিকর।
তাই আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে দেশটিতে সকল ধরনের প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। আগামী বছর থেকে কোনো ব্যক্তি যদি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে তাহলে তাকে ১০০ ওমানি রিয়াল জরিমানা গুনতে হবে।
বারবার একই অপরাধ করলে এই জরিমানা ২ হাজার ওমানি রিয়াল পর্যন্ত যেতে পারে। এই জরিমানাগুলো দেশটির পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ আইনের অধীনে করা হবে।
জানা গেছে, রয়্যাল ডিক্রি ১১৪ / ২০০১ জারিকৃত পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণ আইন এবং রয়্যাল ডিক্রি ১৮/২০০৮ পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্টাডি ডটকমের তথ্য অনুসারে, প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে যে ঝুঁকি রয়েছে তা হলো: প্রতিবছর প্লাস্টিক ব্যাগের বিষক্রিয়ায় পশু, পাখি, সামুদ্রিক মাছ, গবাদি পশুসহ বিভিন্ন প্রাণী মারা যাচ্ছে। একই সাথে প্লাস্টিকের ব্যাগ সহজে মাটিতে পচে যায় না।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিমানের জরুরী বিজ্ঞপ্তি
অনুমান করা হয় যে, মাটির নিচে এক টুকরা প্লাস্টিক পচতে প্রায় ৫০০ বছর সময় লাগে। এই সময়ের মধ্যে এই প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা যেটি মাইক্রো-প্লাস্টিক নামে পরিচিত, এই প্লাস্টিক মানুষের খাদ্য প্রক্রিয়াতেও মিশে যাচ্ছে। যার থেকে নির্গত বিষাক্ত প্রক্রিয়া আমাদের শরীরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে।
ক্রমবর্ধমান প্লাস্টিকের ব্যাগ বর্জনে পৃথিবীর বিভিন্ন দেশ এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অনেক দেশ সম্পূর্ণরূপে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ না করতে পারলেও এর ব্যবহার অনেকাংশে কমিয়ে নিয়ে আসছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post