মদের পার্টির আয়োজন করে বন্ধুরা। কিন্তু সেই পার্টিতে এসে মদ খেতে অস্বীকৃতি জানায় আরেক বন্ধু।
এতে ক্ষুব্ধ হয়ে ওই বন্ধুকে ঘুষি মেরে ছাদ থেকে ফেলা দেয়া হয়। এমন ঘটনাই ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌতে।
স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ওই যুবককে তার নিজ বাড়ির ছাদ থেকেই ফেলে দেন বন্ধুরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশের ভাষ্যমতে, রণজিৎ সিং নামের ওই যুবকের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তার চার বন্ধু। একপর্যায়ে তারা সবাই মিলে রণজিতের বাড়ির ছাদে আড্ডা দিতে শুরু করেন।
সেখানেই মদপানের বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে মতবিরোধ হয় রণজিতের। পরে বন্ধুরা তাকে ছাঁদ থেকে পাশের রাস্তায় ফেলে দেন। এতে আহত হন রণজিৎ। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।
রণজিতের বাড়ির বিপরীত পাশে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার ভিডিওটি ধরা পড়ে। ভিডিও থেকে দেখা গেছে, একজন রণজিৎকে ছাদ থেকে ফেলে দিচ্ছেন।
অপর তিনজন নিচে রাস্তায় দাঁড়িয়ে আছেন। বিষয়টি ফেলে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। রাস্তায় পড়ে যাওয়ার পর বাকি তিন বন্ধু মিলে রণজিৎকে মারধর করতে থাকেন।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে রণজিৎকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর না হওয়ায় রণজিৎ বর্তমানে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়া পেয়ে নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌয়ের রূপপুর খাদরা এলাকায়। ঠিক কবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ।
তবে রণজিৎ সিং নামের ওই যুবককে ছাদ থেকে ফেলে দেওয়ার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরমে ভাইরাল হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে অধিকতর জানতে তদন্ত চলমান। এরই মধ্যে অভিযুক্ত চারজনের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন পলাতক। পুলিশ জানিয়েছে, পলাতক একজনকে গ্রেফতারে অভিযান চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post