সম্প্রতি মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তীব্র ঝাঁকুনির ঘটনা ঘটে। ওই ঘটনায় এক যাত্রী নিহত এবং শতাধিক আহত হয়েছিলেন।
বিশ্বজুড়ে এই ঘটনা নিয়ে আলোচনার রেশ না কাটতেই এবার মাঝ আকাশে ঝাঁকুনির শিকার হয়েছে কাতার এয়ারওয়েজের একটি বিমান। এই ঝাঁকুনিতে বিমানে থাকা ১২ আরোহীও আহত হয়েছেন। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত রোববার (২৬ মে) দোহা থেকে ডাবলিনগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঝাঁকুনির ঘটনা ঘটেছে।
BREAKING: Qatar Airways Boeing 787 hit with intense turbulence resulting in 12 injuries. 😲✈️ pic.twitter.com/kfZuzjqOJF
— DramaAlert (@DramaAlert) May 26, 2024
স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে ডাবলিনে বিমানটি অবতরণ করে। এরপরই বিমানবন্দর পুলিশ ও ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কর্মীরা যাত্রী ও ক্রুদের জরুরি সেবা দেয়।
এক বিবৃতিতে ডাবলিন বিমানবন্দর বলেছে, কাতার এয়ারওয়েজের বিমানে মোট ১২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ছয়জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য। তারা সবাই আহত হয়েছেন। তুরস্কের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানে এই ঝাঁকুনি হয়।
ডাবলিন বিমানবন্দর আরো বলেছে, তারা যাত্রী ও কর্মীদের সহায়তা করছে। এর জেরে তাদের কাজে কোনো প্রভাব পড়েনি।
এর আগে, গত মঙ্গলবার (২১ মে) তীব্র ঝাঁকুনির শিকার হয়ে স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে ব্যাংককে অবতরণ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান। বিমানটি লন্ডন থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও এই ঘটনার পর থাইল্যান্ডে জরুরি অবতরণ করতে হয়।
এদিকে সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, বিমানটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্র ছিলেন। যাত্রী নিহতের ঘটনায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post