ওমানের স্কুলে মিলিয়ন টাকার অনুদান দিলো “চট্টগ্রাম সমিতি ওমান”। গতকাল শুক্রবার (২৪ মে ) বাংলাদেশী স্কুল জালানের নিজস্ব জায়গায় নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এ অনুদান দেন।
প্রবাসের বুকে শীর্ষ মানবিক সংগঠন চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে বাংলাদেশী স্কুল জালানে বাংলাদেশী রাষ্ট্রদূত মোঃ নাজমুল ইসলাম সাহেবের উপস্থিতিতে স্কুল পরিচালনা পর্ষদের কাছে সমিতির সভাপতি মোঃ ইয়াসিন চৌধুরী সিআইপির নেতৃত্বে প্রতিনিধি দল অনুদানের এক মিলিয়ন টাকার চেক হস্তান্তর করেন ।
এর আগে, ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে বাংলাদেশ স্কুল জালানের চেয়ারম্যান ও সমিতির সম্মানিত আজীবন সদস্য, জনাব আব্দুল মান্নান সিআইপির নেতৃত্বে পরিচালনা কমিটি এবং স্কুল অভিভাবকদের সহযোগিতায় প্রায় ১ লক্ষ ৮০ হাজার রিয়াল খরচ করে ৬৪০০ বর্গমিটার জায়গায় নতুন ভবন উদ্বোধন করেন বাংলাদেশী হাইকমিশনার মোঃ নাজমুল ইসলাম।
এ সময় চট্টগ্রাম সমিতি ওমানের কার্যকরী পরিষদের সদস্য, আজীবন সদস্য, সাধারণ সদস্য সহ ৪০ জনের প্রতিনিধি দল নতুন ভবন উদ্বোধনে উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন ওমানের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ সহ ওমানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক বৃন্দ, ছাত্র-ছাত্রীসহ অনেকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post