লালমনিরহাটের হাতীবান্ধায় মেয়ের বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের ছোরার আঘাতে নারী পুরুষ, শিশুসহ ১০ জন গুরুতর আহত হন।
এ ঘটনায় ওই মেয়ের চাচী রেজিনা বেগম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল রাতে ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের ৪ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের সোনা মিয়ার মেয়ে সুমি বেগমের বিয়ে হয় স্থানীয় এক ছেলের সাথে । বিয়ের ১০ থেকে ১২ দিনের মাথায় দুবাই প্রবাসী পুর্বের প্রেমিক আব্দুল আলিমের সাথে পালিয়ে যায় সুমী।
এ ঘটনায় দুবাই প্রবাসীর আত্মীয় নুরু মিয়েকে দায়ী করে সুমির বাবা সোনা মিয়া। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় শাহিনুর ইসলাম বলেন, এটি একটি ন্যাক্কার জনক ঘটনা। তবে মারধর এবং আহত অবস্থা দেখে তাদের উদ্ধার করে আমি সহ অনেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তবে রেজিয়া বেগম বলেন, আমরা এ ঘটনার কিছু অথচ সোনা মিয়া আমাদের উপর দোষ চাপিয়ে হামলা চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রশাসনের কাছে বিচার দাবী করছি।
বিষয়টি নিয়ে সোনা মিয়ার সাথে কথা হলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করে কল কেটে দেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মারামারি বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post