পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলীয় কাওকালাম গ্রামে ভয়াবহ ভূমিধসে তিন শতাধিক মানুষ চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার (২৫ মে) স্থানীয় গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গত শুক্রবার (২৪ মে) দেশটির এনগা প্রদেশের ছয়টি গ্রামে প্রায় ৬০০ কিলোমিটোর জুড়ে ভয়াবহ ভূমিধস হয়। এতে চাপা পড়েছে ৩০০ জনেরও বেশি মানুষ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার ১৮২ ঘর-বাড়ি।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, উদ্ধারকর্মীরা জনবসতিপূর্ণ এলাকায় পৌঁছানোর পর সেখান থেকে চারটি মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরার এক প্রতিবেদন জানিয়েছে, গতকাল শুক্রবার (২৪ মে) মধ্যরাতে এলাকাবাসীর ঘুমন্ত অবস্থায় এ ভূমিধসের ঘটনা ঘটে।
এ ঘটনার পরই তাৎক্ষণিকভাবে চিকিৎসক, সেনাবাহিনীর সদস্য এবং পুলিশসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মী সেখানে উদ্ধারকাজে এগিয়ে যায়। তারা হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
কাওকালাম গ্রামে ভূমিধসের কারণে মহাসড়কের প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা পাথর, উপড়ে পড়া গাছ এবং ময়লার ঢিবি নিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post