বাগেরহাটের মোরেলগঞ্জে দুই পরিবারের দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা কেটে ফেলা হয়েছে। এতে তারা গৃহবন্দি হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রাস্তা কেটে ফেলায় উপজেলার জোকা গ্রামের আব্দুল গনি ফকির (৭০) ও তার দুই ছেলের পরিবারের সদস্যরা টানা নয়দিন ধরে গৃহবন্দি অবস্থায় রয়েছেন।
বাগান বাড়ির মধ্যে আটকা পড়ায় বৃদ্ধ কৃষক আব্দুল গনি ফকিরের নামাজ পড়তে মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেছে। বিদ্যালয়ে যেতে পারছে না দুই পরিবারের শিশুসন্তানরা।
এ ঘটনায় আব্দুল গনি ফকিরের পুত্রবধূ মুক্তা বেগম বাগেরহাট জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে ছাদিয়া বেগম, দিনার রনি ফকিরসহ ৫-৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের জোকা গ্রামে ফকির আব্দুল গনি প্রায় ১০ বছর আগে থেকে নতুন বাড়ি করে বসবাস করে আসছেন।
তার দুই ছেলে ইতালি প্রবাসী হওয়ায় বাড়িতে পুত্রবধূ ও তাদের সন্তানদের নিয়ে বসবাস করেন। পার্শ্ববর্তী বদিউজ্জামান ওরফে জামান ফকিরদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-জমা ও চলাচলের রাস্তা নিয়ে শত্রুতা ও বিবাদ চলে আসছে।
গত ১২ মে জামান ফকিরসহ পার্শ্ববর্তী রনি ফকির, শাহিন শেখ, চলাচলের রাস্তা কেটে পথ বন্ধ করে দিয়েছেন। এতে ফকির আব্দুল গনি ও তার পরিবার গৃহবন্দি হয়ে পড়েছে।
ফকির আব্দুল গনির পুত্রবধূ মুক্তা বেগম বলেন, বাড়ির পাশে সরকারি খাল। সরকারিভাবে খাল খননের পর খালের পাশ দিয়ে আমরা চলাচল করে আসছি। আমার স্বামী ও দেবর দেশের বাইরে থাকায় শ্বশুর ও সন্তানদের নিয়ে বাড়িতে বসবাস করি। পার্শ্ববর্তী জামান ফকির রনি ফকির, শাহিন শেখ, মইন, ছাদিয়া আমাদের সম্পতি দখল করার পাঁয়তারা চালাচ্ছেন।
অভিযুক্ত ছাদিয়া বেগম বলেন, আমার স্বামী ক্রয় সূত্রে ঐ জমির মালিক। ওখানে গনি ফকিরের কোনো জমি নেই। ঘের করার জন্য রাস্তা কাটা হয়েছে। কারও পথ বন্ধ করা হয়নি। এ নিয়ে পরিষদেও একাধিকবার বসা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য এজাজুল খান বলেন, ফকির আব্দুল গনির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার পর স্থানীয় ব্যক্তি নিয়ে বিষয়টি সমাধান করা হয়েছিল।
এখন আবারো রাস্তা কেটে দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
ভুক্তভোগী গনি ফকির জানান, প্রায় ১০ বছর আগ থেকে নতুন বাড়ি করে বসবাস করছেন তার ইতালি প্রবাসী দুই ছেলে। পার্শ্ববর্তী একটি পক্ষ শত্রুতাবশত গত ১২ মে চলাচলের রাস্তা কেটে পথ বন্ধ করে দিয়েছে। এতে তার প্রবাসী দুই সন্তানের পরিবারের সদস্যরা গৃহবন্দি হয়ে পড়েছেন।
ইউপি চেয়ারম্যান সামছুর রহমান মল্লিক বলেন, ব্যক্তি মালিকানা জমি রয়েছে ভাইদের। ভাই ভাইয়ের মধ্যে মনমালিন্য হওয়ায় বিরোধ সৃষ্টি হয়েছে। অবরুদ্ধের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post