সৌদি আরবে অনন্য কীর্তি গড়েছেন এক প্রবাসী বাংলাদেশি। দেশটির রাজধানী রিয়াদের বিখ্যাত কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের আব্দুল মান্নান।
সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর আব্দুল্লাহ বিন সালমান আল সালমান।
কিং সৌদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে প্রতি বছরই আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে সর্বোচ্চ ফলাফল, বিভিন্ন সেবামূলক কাজে নেতৃত্ব, ক্যাম্পাসে উত্তম আচরণ ও সৃজনশীল মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের উৎসাহিত করতে প্রতিটি ফ্যাকাল্টি থেকে একজনকে নির্বাচিত করে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এর আগেও আব্দুল মান্নান কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে সেরা শিক্ষার্থী ডিনশিপ অ্যাওয়ার্ড-২০২৩ নির্বাচিত হয়েছিলেন। সৌদি আরবসহ বিশ্বের শতাধিক দেশ থেকে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীসহ বর্তমানে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রায় দশ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন।
আব্দুল মান্নান নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াছেকপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে। মান্নান দারুল উলুম মইনুল ইসলাম আরবি বিশ্ববিদ্যালয় থেকে দাওরাহ হাদিস শেষ করে ২০১৯ সালে বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post