দুবাই থেকে মুম্বাইয়ের উদ্দেশে ফ্লাই করে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান। পুরো রাস্তা ঠিক-ঠাক মতো উড়লেও অবতরণের কিছুক্ষণ আগে বিপত্তি ঘটে বিমানটির।
অবতরণের কিছুক্ষণ আগে ফ্ল্যামিঙ্গো পাখিদের একটি ঝাঁকে ধাক্কা দিয়ে বসে বিমানটি। এতে অবশ্য বিমানের কিছুটা ক্ষতি হলেও স্বাভাবিকভাবেই অবতরণ করে ফ্লাইটটি এদিকে যাত্রীরাও নিরাপদ আছে। তবে এই দুর্ঘটনায় বেশ কয়েকটি পাখি মারা গেছে।
গত সোমবার এই দুর্ঘটনা ঘটে। তবে গতকাল বুধবার (২২ মে) এমিরেটস এয়ারলাইনের একজন মুখপাত্রের বরাতে এসব তথ্য জানায় খালিজ টাইমস।
এ সময় মুখপাত্র বলেন, এই দুর্ঘটনায় বিমানটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে গত ২০ মে দুবাই যাওয়ার জন্য নির্ধারিত ফিরতি ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন এমিরেটস এয়ারলাইন্স। ওই বিমানের সব যাত্রী ও ক্রুকে রাতে থাকার ব্যবস্থা করা হয়। এ ছাড়া গত মঙ্গলবার (২১ মে) রাত ৯টায় আরেকটি বদল করা বিমান মুম্বাই ছেড়ে যায়।
এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, বিমানের এই দুর্ঘটনায় কমপক্ষে ৩৬টি ফ্ল্যামিঙ্গো পাখি মারা গেছে। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা আরও বেশি পাখির মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে, মাঝ আকাশে বিমান ও পাখির ধাক্কা লাগা তেমন অস্বাভাবিক ঘটনা নয়। ভারতীয় সরকারি পরিসংখ্যান বলছে, মুম্বাই বিমানবন্দরে গেল ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত এ ধরনের ছয় শতাধিক দুর্ঘটনা ঘটেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post