ওমানে মহামারী করোনায় গত ৮মাসের সর্বনিম্ন রেকর্ড করেছে আজ। দেশটিতে আজ আক্রান্তের সংখ্যা মাত্র ৫৪ জন এবং মৃত শূন্যের কোঠায়। যা গত ৮ মাসের সর্বনিম্ন রেকর্ড। বৃহস্পতিবার (২৪-ডিসেম্বর) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ২৯০ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪১ জন। যা মোট আক্রান্তের ৯৩.৯ শতাংশ রোগী এখন সুস্থ।
দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৪৯১ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ রোগীর সংখ্যা ২৬৩ জন। যা আজ আক্রান্তের প্রায় ৪ গুন বেশি রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ জন।
আরো পড়ুনঃ ৭ দিন পরেই ওমানে নতুন আইন কার্যকর
এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭৭ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৩৬ জন।
এদিকে নতুন ধরনের করোনার সংক্রমণে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে। সেইসাথে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।
আরো পড়ুনঃ জানুয়ারি থেকে ওমানে প্রবাসীদের খরচ বাড়বে
বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনাভাইরাস। বর্তমানে বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৯০ লাখ। মহামারিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৩৭ হাজার।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ৯০ লাখ ৫১ হাজার ২৩৬ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৩৭ হাজার ৫১৩ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৫৬ লাখ ২১ হাজার ৪০৮ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post