স্ত্রীর নির্যাতনের শিকার ভারতের রাজস্থানের সাবেক মন্ত্রী বিশ্বেন্দ্র সিং। রাজপরিবারের উত্তরাধিকারী ও কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা এখন কার্যত যাযাবরের মতো জীবন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।
জানা গেছে, কয়েকদিন আগে আদালতে স্ত্রী-পুত্রের বিরুদ্ধে অভিযোগ করেন বিশ্বেন্দ্র সিং। সাব-ডিভিশন অফিসার ট্রাইব্যুনালের কাছে তার অভিযোগ, উত্তরাধিকার সূত্রে পাওয়া মোতি মহল থেকে তাকে বের করে দিয়েছেন স্ত্রী দিব্যা সিং।
তিনি আরও দাবি করেন, তাকে হত্যা করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা ছাড়াও যাবতীয় নথি নষ্ট করার অভিযোগ করেছেন স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে।
সাবেক মন্ত্রী আরও বলেন, ‘আমার দুটি স্টেন্ট বসানো রয়েছে। বেশি টেনশন স্বাস্থ্যের জন্য খুব খারাপ। ২০২১ এবং ২০২২ সালে দুই বার কোভিডে আক্রান্ত হয়েছি, সেই সময়েও স্ত্রী-পুত্র দেখাশোনা করেনি।
উল্টো আমার ঘর থেকে সব জিনিসপত্র ফেলে দিয়েছে। দিনের পর দিন মারধরসহ খেতে দেয়া হয়নি। কারো সঙ্গে দেখাও করতে দেয় না।’সোশ্যাল মিডিয়ায় তার নামে কুৎসা রটানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
তাই বাধ্য হয়ে কখনো হোটেল কখনো সরকারি ভবনে যাযাবরের মতো দিন কাটাতে হচ্ছে সাবেক মন্ত্রীকে। তাই অবিলম্বে মোতি মহলসহ অন্যান্য সম্পত্তি ফেরত চান তিনি। সেই সঙ্গে স্ত্রী দিব্যা সিং এবং পুত্র অনিরুদ্ধের কাছ থেকে মাসিক ৫ লাখ রুপি ভরণপোষণ দাবি করেছেন মন্ত্রী ।
এদিকে, যদিও বাবার সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুত্র অনিরুদ্ধ। বাবার বিরুদ্ধে সব প্রমাণ জমা দেবেন বলে জানিয়েছেন তিনি। তার দাবি, আসলে নিগৃহীত হয়েছেন তিনি নিজেই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post