অপরিচিত এক ব্যক্তিকে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের গোপন (পিন) নম্বর জানিয়ে অ্যাকাউন্টের ১০ লাখ টাকা খোয়ালেন নাসিমা আক্তার নামের এক প্রবাসীর স্ত্রী।
গত (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে এ ঘটনা ঘটে এবং সোমবার (২০ মে) সন্ধ্যায় গণমাধ্যমে বিষয়টি জানান প্রবাসীর স্ত্রী নাসিমা আক্তার।
নাসিমা আক্তার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজিপুর গ্রামের সৌদি আরব প্রবাসী গোলাম কিবরিয়ার স্ত্রী।
ভুক্তভোগী জানান, ইসলামী ব্যাংক চৌমুহনী ব্যাংক রোড শাখার অ্যাকাউন্টে আমার ১০ লাখ ৩ হাজার ২৩১ টাকা রাখা ছিল। আমি ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করি।
গত ৫ মে দুপুরে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে ইসলামী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে আমার অ্যাকাউন্ট বন্ধ আছে বলে জানানো হয়।
পরে বন্ধ অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইলে আসা পিন নম্বর জানতে চান অপরিচিত ওই ব্যাক্তি। সরল মনে ওই ব্যক্তিকে পিন বলার পর আমার সেলফিনের নিয়ন্ত্রণ নিয়ে এক লাখ টাকা করে ১০টি নাম্বারে স্থানান্তরের মাধ্যমে ৯ লাখ ৯৯ হাজার টাকা নিয়ে নেয়।
পরে এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। আমার জানামতে, এক মোবাইল থেকে অন্য মোবাইলে সেলফিনের নিয়ন্ত্রণ নিতে ব্যাংক কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়। এ বিষয়ে ইসলামী ব্যাংক ও বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।
এদিকে নাসিমা আক্তারের চাচাতো ভাই সাইফুর রহমান ফয়সাল বলেন, ব্যাংকের সহযোগিতা ছাড়া এভাবে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হতে পারে না।
এ ঘটনার পর আমরা ব্যাংকে গেলেও কর্মকর্তারা ভালো ব্যবহার করেননি। ইসলামী ব্যাংকের মতো একটি দায়িত্বশীল ব্যাংকের এমন আচরণে আমরা হতভম্ব হয়েছি।
এদিকে, ইসলামী ব্যাংক চৌমুহনী ব্যাংক রোড শাখার ব্যবস্থাপক মো. নঈম উদ্দিন টাকা উধাও হওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
তিনি জানান, ব্যাংক থেকে কোনো টাকা যায়নি। অভিযুক্ত ওই নারী তার ব্যবহৃত মোবাইলে সেলফিন অ্যাপ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির কথামতো গোপন (পিন) নম্বর বলে দেন।
তারপর প্রতারকরা ১০ বারে ৯ লাখ ৯৯ হাজার টাকা স্থানান্তর করে নিয়ে যান। বিষয়টি ব্যাংকের প্রধান কার্যালয়ে অবহিত করা হয়েছে এবং টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
এদিকে, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ১০ লাখ টাকার অভিযোগটি সাধারণ ডায়েরিতে (জিডি) অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post