প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের ভাতা দিতে প্রতিবন্ধী সন্তানের বাবা, মা বা অভিভাবকের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী কর্মী বিএমইটির বহির্গমন ছাড়পত্র/ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণ করেছেন এবং মৃত কর্মীর ক্ষেত্রে যাঁদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে, তাঁদের প্রতিবন্ধী সন্তানের জন্য এই ভাতার জন্য আবেদন করতে পারবেন।
ভাতার জন্য নির্বাচিত হলে মাসিক ১ হাজার টাকা করে বছরে ১২ হাজার টাকা পাঁচ বছর মেয়াদের জন্য এ ভাতা প্রদান করা হবে এবং ১ জানুয়ারি ২০২৪ থেকে তা কার্যকর হবে।
একজন প্রবাসী কর্মীর একাধিক সন্তানের ক্ষেত্রে পৃথকভাবে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে।
প্রতিবন্ধী সন্তানের মা–বাবার পাসপোর্টের ফটোকপি, প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কর্তৃক ইস্যুকৃত এনওসি, সরাসরি আবেদনের ক্ষেত্রে প্রতিবন্ধী সন্তানের দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে এক কপি ছবি, উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক প্রদত্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রতিবন্ধী সন্তানের মা–বাবার বিএমইটির বহির্গমন ছাড়পত্রের পৃষ্ঠাসহ পাসপোর্টের ফটোকপি, চেক গ্রহণকারী মা–বাবা অভিভাবকের (ব্যাংক রাউটিং নম্বরসহ) ব্যাংক হিসাবের স্টেটমেন্ট।
যেভাবে আবেদন করবেন
দুইভাবে আবেদন করা যাবে। অনলাইনে এবং সরাসরি আবেদন করা যাবে। অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
অনলাইনে ১৬ মে থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ২৭ জুন। যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের আর আবেদন করার প্রয়োজন নেই।
সরাসরি আবেদনের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় বোর্ডের ওয়েবসাইট ওয়েলফেয়ার সেন্টার বা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে আবেদপত্র বিনা মূল্যে সংগ্রহ করা যাবে।
এই আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৭ জুনের মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, ৯ম তলা (ডেসপাস শাখা), প্রবাসীকল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকার ঠিকানায় পৌঁছাতে হবে।
যেকোনো তথ্যের জন্য প্রবাসবন্ধু কলসেন্টারে (দেশ থেকে ১৬১৩৫ টোল ফ্রি, বিদেশ থেকে +৮৮০৯৬১০১০১০৩০ নম্বরে) যোগাযোগ করা যাবে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post