মধ্যপ্রাচ্যের তৃতীয় দেশ হিসেবে সৌদি আরবের পর দুবাইতে এসে পৌছালো ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের প্রথম চালান। মঙ্গলবার (২২-ডিসেম্বর) রাতে ভ্যাকসিনের প্রথম চালান দুবাই এসে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করে দুবাই মিডিয়া অফিস এক টুইট বার্তায় জানায়, ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ এর ভ্যাকসিনের প্রথম ব্যাচটি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে দুবাই পৌঁছেছে। সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা স্কাই কার্গো বিমানের মাধ্যমে পরিবহন করা ভ্যাকসিনগুলো গ্রহণ করা হয়েছে।
আরো পড়ুনঃ ফের বন্ধ হতে পারে দেশের সব আন্তর্জাতিক ফ্লাইট
মঙ্গলবার দুবাইয়ের সংকট ও দুর্যোগ পরিচালনা সুপ্রিম কমিটি ভ্যাকসিন আমদানির বিষয়ে বিবৃতি দেয়। আজ বুধবার দুবাইতে কোভিড -১৯ এর বিরুদ্ধে একটি বৃহৎ টিকা প্রচারণা শুরু হবে বলে জানাগেছে। উল্লেখ্য: জরুরী ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
https://www.youtube.com/watch?v=0G3QvdcdJ_4&t=1s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post