ওমান ক্রিকেটের যা সাফল্য তার ষোলোআনা অবদান প্রবাসীদের। দেশটির ক্রিকেট টিম এক অর্থে প্রবাসীদের মিলনমেলা।
আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে যে দল ঘোষণা করা হয়েছে তার অধিকাংশই পাকিস্তানি। সংখ্যায় ৮ জন। ভারতীয় আছেন ৩ জন। বাকি ৪ জন শুধু ওমানের।
ওমান দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন আকিব ইলিয়াস। জন্মসূত্রে তিনি পাকিস্তানি। শৈশব কেটেছে পাকিস্তানের শিয়ালকোটে।
একই এলাকায় বেড়ে ওঠা নাসিম খুশি, মোহাম্মদ নাদিম ও ফায়াজ বাটও ওমান জাতীয় দলের অংশ। এছাড়া ওমান স্কোয়াডে পাকিস্তানে জন্ম নেওয়াদের মধ্যে রয়েছেন জিসান মাকসুদ, বিলাল খান, মেহরান খান ও কলিমুল্লাহ।
অন্যদিকে ভারতের রয়েছে তিনজন। গুজরাটের কেশব প্রজাপতি, মধ্যপ্রদেশের শোয়েব খান ও ভুপালের আয়ান খান ওমান দলে শক্তি বাড়িয়েছেন কয়েকগুণ।
বিশ্বকাপ স্কোয়াডে ওমানের চার ক্রিকেটার হলেন- খালিদ কাইল, শাকিল আহমেদ, রাফিউল্লাহ ও প্রতীক আথাবেলে। রিজার্ভ বেঞ্চে রয়েছেন চারজন। এর মধ্যে যতিন্দর, সময় ও জয় ভারতীয় বংশোদ্ভূত। বাকি একজন, অর্থাৎ সুফিয়ানের জন্ম ওমানেই।
স্বাধীন হওয়ার পর খেলা বলতে একমাত্র ফুটবলই জানতেন ওমানের জনগণ। ক্রিকেট বলতে তেমন কিছুই ছিল না। মধ্যপ্র্যাচের দেশটির ক্রিকেটে পথচলা খুব বেশিদিনের নয়।
২০০০ সালে আইসিসির অধিভুক্ত হলেও ওয়ানডে স্ট্যাটাসপ্রাপ্তি ২০১৪ সালে। এখন পর্যন্ত খেলা হয়নি ওয়ানডে বিশ্বকাপ।
তবে টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে দুবার দেখা মিলেছে দলটির। তৃতীয়বারের মতো এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে ওমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post