ওমানের অধিকাংশ প্রবাসী মাধ্যমিক পাশ, জানালো দেশটির জাতীয় পরিসংখ্যান কেন্দ্র
ওমানের শ্রমিকদের উপর চালানো এক জরিপের ফলাফল প্রকাশ করেছে দেশটির জাতীয় পরিসংখ্যান কেন্দ্র। পরিসংখ্যান অনুযায়ী করোনা মহামারি এবং জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যাবার সুযোগ দেওয়ার কারণে এই বছর ওমান থেকে উল্লেখযোগ্য হারে কমছে প্রবাসীর সংখ্যা।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এই বছরের নভেম্বরের শেষ অবধি ওমান ছেড়ে স্থায়ীভাবে নিজ দেশে ফেরত গিয়েছেন ১৬.৩ শতাংশ প্রবাসী। বর্তমানে এক মিলিয়নের কিছু বেশি প্রবাসী বসবাস করছেন দেশটিতে।
জাতীয় পরিসংখ্যানের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে, ওমানে প্রবাসী কর্মীদের সবচেয়ে বেশি অংশ কাজ করে বেসিক এবং সহকারী প্রকৌশল পেশায়। এই পেশায় প্রবাসীর সংখ্যা ৫ লাখ ৭২ হাজার।
বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করছেন ৪ লাখ ১৮ হাজার, খাদ্য ও রাসায়নিক শিল্পে ৯৯ হাজার, কৃষি ও প্রাণিসম্পদ প্রজনন খাতে ৭৯ হাজার প্রবাসী কর্মরত রয়েছেন। এদিকে, বেসরকারি খাতের মধ্যে পারিবারিক কাজে জড়িত রয়েছেন ২ লাখ ৫২ হাজার এবং সরকারী খাতে কর্মরত রয়েছেন ৪২ হাজার প্রবাসী।
দেশটিতে কর্মরত মোট প্রবাসী কর্মীদের মধ্যে ২ হাজার ৩৭১ জন পিএইচডি সার্টিফিকেট ধারী, ৪ হাজার ২৮৪ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী, ৬৮ হাজার স্নাতক ডিগ্রিধারী, ৩ হাজার ৩৩৩ জন উচ্চতর ডিপ্লোমা পাশ, ডিপ্লোমা পাশ করেছেন ৪১ হাজার, এক লাখ ৯০ হাজার প্রবাসী উচ্চ মাধ্যমিক পাশ, মাধ্যমিক পাশ করেছেন ৪ লাখ ৬০ হাজার প্রবাসী, এক লাখ ৬০ হাজার প্রাইমারি পাশ এবং অশিক্ষিত প্রবাসী রয়েছেন ২৮ হাজার ৪৭৩ জন।
আরো পড়ুনঃ জানুয়ারি থেকে ওমানে বাড়বে বিদ্যুৎ ও পানির দাম
দেশটিতে সংখ্যাগরিষ্ঠ প্রবাসী কর্মীদের মধ্য সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি নাগরিকদের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার। এরপরেই রয়েছে ভারতীয়রা। তাদের সংখ্যা ৪ লাখ ৯১ হাজার। পাকিস্তানি নাগরিক রয়েছেন ১ লাখ ৮১ হাজার, ফিলিপিনো রয়েছেন ৪৪ হাজার।
এছাড়াও দেশটির মাস্কাটে সবচেয়ে বেশি প্রবাসী বসবাস করেন। মাস্কাটে বর্তমানে প্রায় ৬ লাখ ৪ হাজার প্রবাসী বসবাস করেন। এরপরেই রয়েছে উত্তর আল বাতিনাহ। এই প্রদেশে রয়েছেন দুই লাখ তিন হাজার, ধোফারে বসবাস করেন এক লাখ ৪৮ হাজার এবং আল দাখিলিয়াহতে ৯৯ হাজার প্রবাসীর বসবাস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post