সৌদি আরবে এক বাংলাদেশির ব্যবসায় বিনিয়োগ করা বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়েছেন আরেক বাংলাদেশি।
সেই অর্থ ফেরতের আশায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সম্প্রতি সৌদি আরবে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী উজ্জল সুমন।
রিয়াদের হাইয়াল উজারা এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী রাসেল আহমেদের সঙ্গে অংশীদারিত্ব ব্যবসা শুরু করেছিলেন এই প্রবাসী।
এক পর্যায়ে ব্যবসার ঠিক বণ্টন নিয়ে রাসেলের সঙ্গে সুমনের বিরোধ দেখা দেয়। এই অবস্থায় উজ্জল সুমন তার বিনিয়োগের ৪ লাখ ৮৭ হজার সৌদি রিয়াল, বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৫ শত টাকা উঠিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। কিন্তু রাসেল আহমেদ ব্যবসার ওই টাকা সুমনকে বুঝিয়ে না দিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে পালিয়ে যায়।
পরে এ বিষয়ে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে সমাধানের চেষ্টা করা হয়। দূতাবাসের মাধ্যমে উভয়ের মধ্যে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা হলেও এক পর্যায়ে অর্থ আত্মসাৎ করে বাংলাদেশে পালিয়ে যায় রাসেল।
এ বিষয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করে অর্থ আদায় ও তার শাস্তির দাবি জানান উজ্জল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post