আগামী ২৭ ডিসেম্বর থেকে ওমানে শুরু হবে করোনা ভ্যাকসিনের টিকা প্রদান। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। ওমান টিভির এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, “চলতি বছর ফাইজার কোম্পানি থেকে করোনা ভ্যাকসিন টিকা পাওয়া দেশগুলো মধ্যে আমরা রয়েছি।
আগামী বৃহস্পতিবার ওমানে প্রথমবারের মতো ১৫ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিনের একটি চালান ওমান পৌঁছাবে। আমরা আশা করি আগামী সপ্তাহ থেকেই এই টিকা দেওয়া শুর করতে পারবো। ভ্যাকসিন প্রদানে দেশটির প্রথম সারির স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘদিন রোগে ভুগছে এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
এদিকে ওমানে মহামারী করোনায় দিনদিন বাড়ছে সুস্থের সংখ্যা এবং কমছে আক্রান্ত রোগীর সংখ্যা। মঙ্গলবার (২২-ডিসেম্বর) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ২১২ জন, যা গতকালের তুলনায় ৫২ জন কম। আজ মৃতের সংখ্যা ১জন। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ১৪৩ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ৪৯০ জন।
অপরদিকে দেশটিতে নতুন ২০০ জন সুস্থ সহ সর্বমোট সুস্থের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৯৪৫ জন। যা মোট আক্রান্তের ৯৩.৬ শতাংশ রোগী এখন সুস্থ। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ৪ জন।
আরো পড়ুনঃ জানুয়ারি থেকে ওমানে বাড়বে বিদ্যুৎ ও পানির দাম
এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৮৫ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৪০ জন। আরব বিশ্বের তৃতীয় দেশ হিসেবে আগামীকাল (বুধবার) ওমান আসছে যুক্তরাষ্ট্রের ফাইজার বায়োএনটেক কোম্পানির তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম চালান।
এদিকে যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশে স্ট্রেন নামে নতুন ভাইরাস দেখা দেওয়ায় আন্তর্জাতিক রুটের সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ওমান। তবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ ও কার্গো ফ্লাইট চালু থাকার কথা জানিয়েছে ওমানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post