করোনা মহামারি শুরু হলে বছরের প্রথম দিকে ওমানে পাবলিক ট্রান্সপোর্টে যাত্রী পরিষেবা স্থগিত করেছিলো দেশটির জাতীয় পাবলিক পরিষেবা প্রতিষ্ঠান মাওয়াসালাত। কিন্তু দেশের অবস্থা কিছুটা স্বাভাবিক হলে এই পরিষেবা আবার চালু করা হয়।
তবে বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তায় আবারও ‘রুট এ১’ রুই থেকে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আল মাবেলা রুটের যাত্রী পরিষেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে মাওয়াসালাত।
এক বিবৃতিতে মাওয়াসালাত জানিয়েছে, “করোনা মোকাবেলায় সুপ্রিম কমিটির নির্দেশনা অনুযায়ী এই রুটে যাত্রী পরিষেবা বন্ধের ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মাওয়াসালাত স্থল ও সমুদ্র উভয়ই ক্ষেত্রেই পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিসের সকল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
আরো পড়ুনঃ জানুয়ারি থেকে ওমানে বাড়বে বিদ্যুৎ ও পানির দাম
এদিকে বেশ কয়েকটি ইস্যু এবং দেশের টেকসই উন্নয়নের বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে বৈঠক করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ আল বুসাইদী।
সোমবার সৌদিআরবের বৈদেশিক বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠককালে উভয় দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এ সময় উভয় দেশ পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে এক হয়ে কাজ করার অঙ্গিকার বদ্ধ হয়েছেন। সেইসাথে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) কাঠামোর প্রতি উভয় দেশ তাদের সমর্থন নিশ্চিত করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post