ইন্দোনেশিয়ার জাতীয় বিমান পরিষেবা সংস্থা গারুদার একটি বিমানে উড্ডয়ন করার পরপরই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে।
জানা গেছে, বোয়িং ৭৪৭-৪০০ সিরিজের বিমানটি ইন্দোনেশিয়ার মাকাসার শহর থকে মদিনায় ৪৬৮ জন হজযাত্রী নিয়ে রওনা হয়েছিল। গতকাল বুধবার বিকেল ৫ টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় গারুদার নির্বাহী পরিচালক ইরফান সেতিয়াপুত্রা এক বিবৃতিতে বলেন, বিমানটি উড্ডয়ন করার পরপরই বিমানটির একটি ইঞ্জিনে আগুন লেগে যায়।
Garuda Indonesia 747-412 returns safely to Makassar Airport in Indonesia after an engine failure during takeoff. pic.twitter.com/VibKqCQosc
— Breaking Aviation News & Videos (@aviationbrk) May 15, 2024
তিনি আরও জানান, সম্ভবত ফ্লাইট শুরুর আগে বিমানটি ভালোভাবে পরীক্ষা করা হয়নি। আগুন দেখতে পাওয়া মাত্রই পাইলট তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন।
এদিকে, বিমানটিতে ৪৫০ জন যাত্রীসহ ১৮ জন ক্রু মেম্বার ছিলেন। তবে তাদের কেউই হতাহত হননি। নির্বাহী পরিচালক ইরফান জানিয়েছেন বিমানটি অবতরণের দুই ঘণ্টার মধ্যে যাত্রীদের জন্য নতুন আরেকটি বিমানের ব্যবস্থা করেছে গারুদা এয়ারলাইন্স। সেই সঙ্গে মেরামতের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে আগুন লাগা বিমানটিকে।
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় শত শত দ্বীপ রয়েছে। এসব দ্বীপের বাসিন্দারা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে বিমানের ওপর নির্ভর থাকতে হয়।
তবে গেল দুই বছরে কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটায় অনেক ইন্দোনেশীয় অভ্যন্তরীণ ভ্রমণের বেলায় বিমান এড়িয়ে যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post