সৌদিতে ফের চোখ রাঙাচ্ছে মার্স সংক্রমণ। মধ্যপ্রাচ্যভিত্তিক এই মহামারিতে মৃত্যুর হার অন্য যে কোনো ভাইরাসের তুলনায় অনেক বেশি।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন করে এই ভাইরাসে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের ৩ জন সৌদি আরবের রিয়াদ অঞ্চলের বাসিন্দা। অপরজনের বসবাস তায়েফ অঞ্চলে।
২০১২ সালে সৌদি আরবে প্রথম ভাইরাসটি দেখা যায়। সেই থেকে ২০২৪ সাল পর্যন্ত বিশ্বের ২৭টি দেশে সংক্রামিত মানুষের সংখ্যা প্রায় আড়াই হাজার। যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৯৪০ জনের।
অর্থ্যাৎ MERS-এ আক্রান্তদের মৃত্যুহার ৩৫ শতাংশেরও বেশি। ভয়ের ব্যাপার হলো এই সংক্রমণের জন্য এখনও কোন সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন নেই।
MERS হল করোনাভাইরাস থেকে সৃষ্ট একটি ভাইরাল শ্বাসযন্ত্রের সংক্রমণ। তথ্য অনুযায়ী, মানুষ থেকে মানুষ নয় বরং এই ভাইরাসটি ছড়াচ্ছে উটের থেকে।
সর্বশেষ যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত একটি উটের সংস্পর্শে ছিলেন। সম্প্রতি সৌদি আরবে যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তিনি ৫৭ বছর বয়সী একজন স্কুল শিক্ষক।
গত ২৯ মার্চ থেকে কাশি, সর্দি, জ্বর এবং শারীরিক ব্যথার কথা তিনি জানিয়েছিলেন চিকিৎসককে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন উচ্চ রক্তচাপ এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণে তার মৃত্যু হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post