আগামী বছর থেকে জনসেবা ব্যবস্থায় ভর্তুকি কমাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ওমান। সরকারের রাজস্ব উপার্জন উদ্যোগের অংশ হিসাবে আগামী ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত জনসেবায় সরকারের ভর্তুকি কমিয়ে নিয়ে আসা হবে। সেই হিসেবে সরকার বিদ্যুৎ ও পানিতে ভর্তুকি কমিয়ে নিয়ে আসার অনুমোদন দিয়েছে। ফলে দেশটির নাগরিক, প্রবাসী এবং শিল্প সংস্থার জন্য এই দুই খাতে ধীরে ধীরে দাম বাড়াবে সরকার।
বিদ্যুৎ ও পানিতে সরকারী ভর্তুকি সংস্কারের কর্মসূচি অনুযায়ী আগামী বছরের পহেলা জানুয়ারিতে নতুন শুল্ক কার্যকর করা হবে। অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম ওমান ডেইলি।
আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও এতদিন নাগরিকদের বিদ্যুৎ ও পানি খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছিল দেশটির সরকার। তাই আগামী বছর থেকে এই খাতে সরকারী ভর্তুকি কমিয়ে নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিবৃতি অনুসারে, শুল্ক নির্ণয়ে আবাসিক বিভাগকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যার একটি নাগরিক অ্যাকাউন্ট শুল্ক অন্যটি আবাসিক ও অতিরিক্ত অ্যাকাউন্টের শুল্ক। এছাড়াও নাগরিকের অ্যাকাউন্টে ট্যারিফ প্রয়োগ করবে সরকার।
এদিকে ওমানে বিদ্যুৎ ও পানিতে সরকারি ভর্তুকি পেতে নিবন্ধন শুরু করেছে দেশটির নাগরিকরা। আজ (সোমবার) সকাল ৯ টা পর্যন্ত জাতীয় বিদ্যুৎ ও পানিসেবায় ভর্তুকির জন্য ৫ হাজার ৭০০ নাগরিক নিবন্ধন করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
গতকাল (রবিবার) কর্তৃপক্ষ বিদ্যুৎ ও পানিসেবায় সরকারী ভর্তুকি কমিয়ে নিয়ে আসার একটি সিদ্ধান্ত প্রকাশ করার পর নিবন্ধনের জন্য হুমড়ি খেয়ে পরে নাগরিকরা। সরকারের নতুন ঘোষণা অনুযায়ী আগামী বছর থেকে দেশটি বিদ্যুৎ ও পানি খাতে সরকারী ভর্তুকি কমিয়ে এই খাতের দাম ধীরে ধীরে বৃদ্ধি করা হবে।
তবে দেশটিতে যাদের পরিবারের মোট বেতন দুই হাজার ২৫০ ওমানি রিয়ালের কম তারা বিদ্যুৎ ও পানির ক্ষেত্রে ভর্তুকি পাবে। এছাড়াও আরো কয়েকটি ক্যাটাগরির নাগরিকরা এই ভর্তুকি পাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সেই ক্যাটাগরিগুলো হলো: যাদের পরিবারের মাসিক মোট আয় ৫০০ ওমানি রিয়ালের চেয়ে কম। যাদের পরিবারের মাসিক আয় ৭৫০ ওমানি রিয়ালের চেয়ে কম এবং পরিবারের সদস্য সংখ্যা পাঁচ বা তার চেয়ে বেশি।
আরো পড়ুনঃ ৯ দিন পরেই ওমানে নতুন আইন কার্যকর
যাদের পরিবারের মাসিক আয় ১ হাজার ওমানি রিয়ালের চেয়ে কম এবং পরিবারের সদস্য সংখ্যা সাত জন বা তার বেশি। যাদের পরিবারের মাসিক আয় ১২৫০ ওমানি রিয়ালের কম এবং তাদের পরিবারের সদস্য সংখ্যা নয়জন বা তার চেয়ে বেশি।
যদি কোনো নাগরিক উপরোক্ত ক্যাটাগরির মধ্যে অবস্থান করেন, তাহলে অবশ্যই বিদ্যুৎ ও পানিসেবা খাতে ভর্তুকি পেতে nss.gov.om” এই ঠিকানায় নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত দেখুন আজকের বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post