মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৭ মাস ধরে নির্মম বর্বরতার একের পর এক হামলা চালাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। পশ্চিমতীরের ফিলিস্তিনিরাও ইসরায়েলিদের বর্বরতার শিকার হচ্ছে।
তবে, নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েল নির্বিচারে হামলা চালালেও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো অনেকটা নির্বাক ভূমিকা পালন করছে। ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে আরবদের মধ্যে তেমন একটা তৎপরতা দেখা যাচ্ছে না।
এদিকে, তুরস্কের ইস্তাম্বুলের জাইম বিশ্ববিদ্যালয়ের ‘ইসলাম ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কেন্দ্রের’ পরিচালক সামি আল-আরিয়ান সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, আরব দেশগুলো শুধু চুপ করে আছে তাই নয়।
কিছু আরব দেশ ইসরায়েলের এসব অপরাধের সঙ্গে জড়িতও আছে। সামি আরও মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশ পুরুষত্বহীন।
প্রফেসর বলেন, “বলতে গেলে কিছু আরব দেশ এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত। আর কিছু আরব দেশ পুরুষত্বহীনতায় ভুগছে। তবে আমাদের মনে রাখতে হবে আরবরা চাইলে অনেক বড় ভূমিকা রাখতে পারে। আরবদের অনেক কিছু করার আছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে এসব আরব দেশের অনেক বড় বিনিয়োগ রয়েছে। এছাড়া এসব আরবদের দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। আরব দেশগুলো ডলারে তেল বিক্রি করায় বিশ্বব্যাপী ডলার রিজার্ভ মুদ্রায় পরিণত হয়েছে।”
প্রফেসর আরও বলেন, “আরব দেশগুলো চাইলে অনেক কিছু করতে পারে। “আরবরা চাইলে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করতে পারে।
কিন্তু দুর্ভাগ্যবশত আরব রাজনীতিবিদদের মধ্যে এ ধরনের কোনো ইচ্ছা আছে বলে মনে হয়না।” বিশ্ববিদ্যালয়ের এই প্রফেসর আরবদের এই কর্মকাণ্ডকে ‘লজ্জাজনক’বলে অভিহিত করেন।
এদিকে, দক্ষিণ আফ্রিকায় যখন বর্ণবৈষম্য চলছিল তখন বিশ্ববাসী তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছিল।
এমনকি জাতিসংঘে তাদের সদস্যপদও আটকে দেওয়া হয়। বিশ্ববাসী চাইলে ইহুদিবাদী ইসরায়েলকেও এভাবে শাস্তি দেওয়া যায় বলে জানান এই প্রফেসর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post