মক্কায় বাংলাদেশি হজযাত্রীদের সবাই যাতে পবিত্র হজ পালন করতে পারেন; সেজন্য ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল দুহাইলান প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের উচিত হজ যাত্রীদের জন্য ভিসা অনুমোদনের সময় বাড়ানো যাতে, তারা পবিত্র হজ পালন করতে পারেন। জবাবে রাষ্ট্রদূত বলেন, যে সকল হজযাত্রী এখন পর্যন্ত হজ পালনের জন্য ভিসা পায়নি তাদের ভিসা প্রদানের উদ্যোগ নেয়ার কথা জানান ।
এদিকে, হজের ফ্লাইট চালুর কয়েক দিনেও ৯ হাজার ৩৭৭ জন হজযাত্রীর ভিসা কার্যক্রম শেষ হয়নি। এর জন্য এজেন্সিগুলোকে দায়ী করছেন হজ অফিসের পরিচালক।
তবে হজ কার্যক্রমের শুরু থেকেই মন্ত্রণালয়কে দায়ী করে আসছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি। আসলে হাজীদের ভিসা না হওয়ায় দায় কার? ‘দায় কার’ প্রশ্নের উত্তরে একে অপরকে দোষারোপ করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এজেন্সি মালিকদের অভিযোগ, অতীতে বাড়ি ভাড়ার জন্য এজেন্সিগুলোকে মোনাজ্জেম ভিসা দেওয়া হতো। কিন্তু এবছর সেই সুযোগ দেইনি সৌদি সরকার।
ফলে অনেক এজেন্সি বাড়ি ভাড়া করতে পারেনি। এজন্যই ভিসা জটিলতা তৈরি হয়েছে। সমস্যা সমাধানে ধর্ম মন্ত্রণালয়ের সহায়তা চেয়েও পাওয়া যায়নি বলেও দাবি তাদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post