অস্ট্রেলিয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে ল্যান্ডিং গিয়ার ছাড়াই বিমানবন্দরে অবতরণ করে একটি বিমান।
আজ সোমবার (১৩ মে) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের নিউক্যাসেল বিমানবন্দরে এমন ঘটনা ঘটে।
এদিকে কর্তৃপক্ষ জানায়, আজ সোমবার অবতরণের আগে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যার কারণে ল্যান্ডিং গিয়ার ছাড়াই বিমানটি অবতরণ করে। বিমানটিতে থাকা ৩ যাত্রীর সবাই নিরাপদে আছেন।
A Beechcraft B200 Super King Air (VH-XDV) made a gear-up landing at Newcastle Airport (NTL), Australia. The three occupants were not injured.pic.twitter.com/nAp06722GS
— Aviation Safety Network (ASN) (@AviationSafety) May 13, 2024
জানা গেছে, বিচক্র্যাফট সুপার কিং এয়ারক্র্যাফটি যান্ত্রিক ত্রুটির কারণে ল্যান্ডিং গিয়ার আটকে যায়; ফলে চাকা ছাড়াই অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। বিমানবন্দরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাতাসে ভেসে থেকে ল্যান্ডিং গিয়ার ছাড়া ক্র্যাশ ল্যান্ডিং করে বিমানটি।
বিমানটি অবতরণের পরপরই ছুটে যান উদ্ধারকর্মীরা। তবে বড় ধরণের কোনো বিপদ হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post