ইউরোপের দেশ স্পেনে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৩) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। প্রবাসীর বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।
জানা গেছে, স্থানীয় সময় গতকাল রোববার (১২ মে) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী।
শনিবার (১১ মে) রাতে মাদ্রিদের মিগেল ফেন্রান্দেজে ফ্রুতেরিয়ার দোকানে কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
এদিকে নিহতের চাচা মুক্তার হোসেন জানান, প্রতিদিনের মতো মেহেদী হাসান দোকান বন্ধ করে বাসায় ফিরছিল; তখন রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। তবে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এদিকে,ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান জানান, প্রবাসীর মরদেহ মাদ্রিদের প্লাজা কাস্তিয়ায় সরকারি পর্যবেক্ষণ চলছে। মরদেহ দেশে পাঠানো ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post