আগামী বুধবার (২৩-ডিসেম্বর) ওমানে এসে পৌঁছাবে যুক্তরাষ্ট্রের ফাইজার বায়োএনটেক কোম্পানির তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম চালান। আজ দেশটির রোগ নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক বদর বিন সাইফ আল রাওয়াহী এই তথ্য নিশ্চিত করেছেন। আরব দেশের মধ্যে তৃতীয় দেশ হিসেবে ফাইজারের ভ্যাকসিন পাচ্ছে ওমান। ২১ দিনের ব্যবধানে দেশটির নাগরিকদের দুই ডোজ করে ভ্যাকসিন প্রদান করা হবে। খবরঃ টাইমস অব ওমান
ডাঃ আল রাওয়াহী আরো জানিয়েছেন, “ওমানে যে ভ্যাকসিন আসবে তা হলো আরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ফাইজার কোম্পানির ভ্যাকসিন। ওমানের সকল স্বাস্থ্যকর্মীদের এই ভ্যাকসিন বিতরণের জন্য একটি জাতীয় সংস্করণ কমিটি তৈরি করা হবে। তারাই দেশে ভ্যাকসিন বিতরণে কাজ করবে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে আলোচনার ফলস্বরূপ ওমানে এই বছর ভ্যাকসিন প্রাপ্ত প্রথম দেশগুলির মধ্যে একটি।
আরো পড়ুনঃ ১০ দিন পরেই ওমানে নতুন আইন কার্যকর
প্রথম পর্যায়ে সীমিত সরবরাহের কারণে দেশটিতে ভ্যাকসিনের টিকা গ্রহণে সবচেয়ে অগ্রাধিকার পাবে বেশি ঝুঁকিপূর্ণ রোগী, দীর্ঘ দিন রোগে আক্রান্ত ব্যক্তি, বৃদ্ধ ও করোনা মহামারিতে সামনের সারিতে কাজ করা স্বাস্থ্যকর্মীরা। অতীতের ভ্যাকসিন গুটি বসন্ত ও পোলিওর মতো বিভিন্ন মহামারী রোগ দূর করতে অবদান রেখেছে বলেও উল্লেখ করেন সরকারের এই কর্মকর্তা।
উল্লেখ্যঃ মধ্যপ্রাচ্যের প্রথম দেশ বাহরাইনের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরব গেল সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। আরব বিশ্বে তৃতীয় দেশ হিসেবে এবার ওমানে আসছে করোনা ভ্যাকসিনের চালান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post