ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এবং ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সাধারণ পরিষদ।
স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংস্থার সদরদফতরে এক ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি পাস হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফিলিস্তিনিদের অধিকার আদায়ের অংশ হিসেবে পাস হওয়া এই প্রস্তাবনার ওপর প্রতীকী ভোটাভুটিতে ১৪৩টি দেশ ভোট দেয় পক্ষে, বিরোধিতা করে ৯টি দেশ আর ভোট দিতে বিরত থাকে ২৫টি দেশ।
তবে এ প্রস্তাব পাসেই সংস্থার পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন। এর মাধ্যমে সাধারণ পরিষদে মিলবে বাড়তি কিছু সুবিধা।
প্রস্তাব পাস হওয়ার পর জাতিসংঘকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, এর মাধ্যমে প্রমাণ হয় বিশ্ববাসী ফিলিস্তিনের পক্ষে রয়েছে।
জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি, সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে সংস্থাটি। ভোটাভুটির নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, এটি একতরফা প্রস্তাব।
গতকাল শুক্রবার ভোটাভুটি শুরুর আগে ফিলিস্তিুনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, এই মঞ্চে আমি শতবারেরও বেশি দাঁড়িয়েছি, তবে কখনোই এমন গুরুত্বপূর্ণ ভোটের আগে নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।
রিয়াদ মানসুর আরো বলেন, মুক্ত জাতি সম্প্রদায়ের মাঝে নিজেদের অধিকার নিয়ে দাঁড়াতে ফিলিস্তিনিদের জন্য দিন আসবেই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post