হজযাত্রীদের জন্য এবার বেশ কিছু ব্যতিক্রমী সেবার ব্যবস্থা করেছে সৌদি আরব। এবারের হজ মৌসুমে তাঁরা উড়ন্ত ট্যাক্সি ও ড্রোনে করে যাতায়াত করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার (৯ মে) মদিনায় অবতরণ করা হজযাত্রীদের স্বাগত জানিয়েছে এ তথ্য জানান সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক বিষয়ক মন্ত্রী সালেহ আল-জাসের।
তিনি বলেন, ‘পরিবহবন ব্যবস্থার চরম উন্নতির পর উড়ন্ত ট্যাক্সির এ উদ্যোগ নেওয়া হয়েছে।
وزير النقل صالح الجاسر لـ #العربية: سيتم تجريب "التاكسي الطائر" والدرونز في موسم حج هذا العام ????#العربية_في_الحج
عبر:
@sultan_mr_ pic.twitter.com/HMALhBhSyF— العربية السعودية (@AlArabiya_KSA) May 9, 2024
আগামীতে পরিবহন ব্যবস্থায় এ সেবা দিতে অনেক বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এ ধরনের পরিবহন পরিচালনায় প্রযুক্তি ও উপযুক্ত পরিবেশ সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। এবারের হজ মৌসুমে এমন পরিবহন পরীক্ষামূলক চলবে। উল্লেখ্য, গত বছর সৌদি পরিবহন মন্ত্রী আল-জাসের হজ মৌসুমে উড়ন্ত ট্যাক্সি পরিচালনার কথা জানিয়েছিলেন।
তখন তিনি বলেছিলেন, সৌদি বিমান সংস্থা সৌদিয়া জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মক্কার হোটেলগুলোর মধ্যে হজযাত্রীদের পরিবহন করতে উড়ন্ত ট্যাক্সি চালানোর পরিকল্পনা করেছে। এ সেবা পরিচালনা করতে সৌদিয়া প্রায় এক শ ফ্লায়িং ট্যাক্সি কিনতে চায়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়।
এ বছর ২০ লাখের বেশি মানুষ হজ পালন করবে বলে আশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post