ওমানে উল্টোপথে গাড়ি চালিয়ে ১১ গাড়িকে ধাক্কা এবং বহু মানুষকে পিষে দেওয়ার ঘটনায় চালককে জিজ্ঞাসাবাদ করছে ওমান পুলিশ। কেন তিনি এই কাণ্ড ঘটিয়েছেন তার সঠিক কারণ বের করতে চেষ্টা অব্যাহত রয়েছে।
আল বাতিনাহ পুলিশ কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার আব্দুল্লাহ বিন হামাদ আল ফারসি জানিয়েছেন, ওই চালকের শারীরিক এবং মানসিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তিনি মাদকাসক্ত ছিলেন না। তবুও প্রকৃত ঘটনা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
বুধবারের ঘটনার সময় রাস্তায় যান চলাচল তুলনামূলক কম ছিলো। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই গাড়ি চালক দীর্ঘপথ উল্টো রাস্তায় গাড়ি চালিয়েছেন।
ছোট একটি দুর্ঘটনা হলেও মেনে নেওয়া যেতো, তবে এর পেছনে হয়তো অন্য কারণ আছে। পুলিশের তরফ থেকে গণমাধ্যমকে গাড়ি চালকের বিস্তারিত জানানো হয়নি।
তবে সংশ্লিষ্ট অনেকেই প্রবাস টাইমকে জানিয়েছেন, অভিযুক্ত গাড়িচালক একজন পাকিস্তানি নাগরিক।
স্মরণকালের ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় একজন প্রবাসী ভারতীয়সহ ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনায় আক্রান্ত গাড়িগুলো পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। আর ঘটনার পরপরই ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post