১০টি উড়োজাহাজ কিনবে দেশের জাতীয় পতাকাবাহী আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এরই মধ্যে পৃথকভাবে বিমানের কাছে উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়নভিত্তিক উড়োজাহাজ নির্মাতা এয়ারবাস ও যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা বোয়িং।
কারিগরি ও আর্থিক প্রস্তাবও দিয়েছে কোম্পানি দুটি। এর মধ্যে এয়ারবাসের কাছ থেকেই উড়োজাহাজগুলো কেনার পরিকল্পনা করছে বিমান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এ মুহূর্তে সরকারের ১০টা এয়ারবাস কেনার পরিকল্পনা আছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এয়ারবাসের ‘এ৩৫০’ ওয়াইড বডি মডেলের আটটি উড়োজাহাজ কেনা হবে। এর বাইরে কেনা হবে দুটি কার্গো উড়োজাহাজ।
বিমানকে উড়োজাহাজ কেনার জন্য প্রয়োজনীয় ঋণও জোগাড় করে দেবে এয়ারবাস। এয়ারবাসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে, স্বল্প ও দীর্ঘ দূরত্ব দুই ধরনের গন্তব্যেই এ৩৫০ মডেলের উড়োজাহাজগুলো দক্ষতার সঙ্গে চলাচল করতে পারে।
এসব উড়োজাহাজে ৩০০ থেকে ৪৮০ যাত্রী পরিবহন করা সম্ভব। আবার ধরনভেদে এয়ারবাসের এ৩৫০ মডেলের উড়োজাহাজগুলোর দাম ৩০৮-৩৫৬ মিলিয়ন ডলার পর্যন্ত হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে সংস্থাটির বহরে থাকা উড়োজাহাজের সংখ্যা ২১ টি। এর মধ্যে ১৬টি বোয়িং কোম্পানির। বোয়িংয়ের উড়োজাহাজগুলোর মধ্যে ছয়টি ৭৮৭ ড্রিমলাইনার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post