ওমানে স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন, এ ঘটনায় প্রাণ গেছে অন্তত ৮ জনের এবং আহত হয়েছেন আরও ১৫ থেকে ২০ জন।
যদিও রয়্যাল ওমান পুলিশের তরফ দাবি করা হয়েছে, এতে ৩ জনের প্রাণহানি এবং ১৫ জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টার দিকে সোহারের লিউয়া রোডে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন ওমানি এবং একজন প্রবাসী বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, ঘাতক ট্রাকটি চালাচ্ছিলেন একজন প্রবাসী পাকিস্তানি। তিনি উল্টোপথে রাস্তায় ঢুকে অন্তত ১১ টি গাড়িকে সজোরে ধাক্কা মেরেছেন। ধারণা করা হচ্ছে, চালক ওই পাকিস্তানি ছিলেন মাতাল।
এজন্যই হিতাহিত জ্ঞান হারিয়ে এতোগুলো সুস্থ স্বাভাবিক প্রাণ নিতে পেরেছেন। ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনায় আক্রান্ত গাড়িগুলো পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনার পরপরই ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পরপরই সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। ফলে আশপাশের এলাকা ও কানেক্টিং রাস্তাগুলোয় তীব্র যানজটের তৈরি হয়।
যদিও পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। এতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post