চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ মে) বিকেলে বিমানের ১৭এ সিটের ওভারহেড বিনের ভেতর থেকে একটি ব্যাগ স্ক্যান করে এসব বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. আকরাম হোসেন বলেন, ব্যাগটি স্ক্যানিং করে এক হাজার ৮৭৫ পিস ৫০০ সৌদি রিয়াল (বাংলাদেশি দুই কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা) এবং ১০০ পিস ১০০ মার্কিন ডলার (১১ লাখ টাকা) পাওয়া যায়। বৈদেশিক মুদ্রাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য ডিএম মূল্যে আটক করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post